ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
খুলনায় ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি খুলনায় ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

খুলনা: খুলনায় কুয়াশার দাপটের কারণে দেখা মিলছে না সূর্যের। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা বেজে গেলেও সূর্যের কোনো খোঁজ নেই।

শহরে কিছুটা সহনীয় হলেও গ্রামাঞ্চলে বেড়েই চলেছে শীতের তীব্রতা।

বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে গোটা খুলনাঞ্চল। কনকনে ঠাণ্ডায় কাবু মানুষ। প্রচন্ড ঠাণ্ডায় কুয়াশার জেরে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দৃশ্যমানতা কম থাকায় দূরপাল্লার বাস-ট্রেন চলছে ধীর গতিতে। ঘন কুয়াশার কারণে খুলনার নদ-নদীতে নৌ-যান চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পরিবহন চালকরা জানান, দিনের বেলায় কুয়াশার যে অবস্থা তাতে গাড়ি চালানোই দায়। কুয়াশায় গাড়ি জোরে চালানো যায় না, এতে সড়কে দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

ঘন কুয়াশার ফলে বিভিন্ন জায়গায় দুর্ঘটনার খবর পাওয়া গেছে। শীত নিবারণের জন্য বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষ আগুন পোহাচ্ছেন। ভ্যান, রিকশা ও অটোরিকশার চালকরা ঘন কুয়াশায় জবুথবু।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, ‘প্রতিদিন কমছে তাপমাত্রা। বাড়ছে শীত। কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে যে কারণে সূর্য উঠলেও দেখা যাচ্ছে না। কুয়াশা কেটে গেলে সূর্যের দেখা মিলবে। ’

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।