ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছে বিএপিপিডি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
বাল্যবিয়ে প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছে বিএপিপিডি 

ঢাকা: বাল্যবিয়ে প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসবের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাস ও নারী-কন্যাশিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) নির্বাচনী এলাকাভিত্তিক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএপিপিডি) তৃতীয় সভায় বিএপিপিডির সভাপতি হিসেবে ভার্যুয়য়ালি যুক্ত হয়ে স্পিকার একথা জানান।

 

কোভিড-১৯ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর কারণে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান স্পিকার।

তিনি বলেন, বিএপিপিডির আওতাধীন বিভিন্ন সাব-কমিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যোগাযোগ স্থাপন করেছে যা কার্যকর পদক্ষেপ। এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যেতে হবে।

স্পিকার বলেন, দশম জাতীয় সংসদ থেকেই ধারাবাহিকভাবে এসপিসিপিডি প্রকল্পটি কার্যকর রাখা হয়েছে এবং সাব কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থায়ী কমিটিতে রিপোর্ট দেওয়াসহ বিদ্যমান আইন পর্যালোচনার মাধ্যমে অব্যাহতভাবে কার্যকর ভূমিকা রাখছে। সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় তৃণমূল পর্যায়ে জনসচেতনতা তৈরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলস কাজ করছেন।  

বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জনসচেতনতা তৈরি, স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে এলাকাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণসহ আরো ব্যাপকভাবে উদ্ভাবনী উপায়ে কাজ করার পরামর্শ দেন স্পিকার।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, আ স ম ফিরোজ, শহীদুজ্জামান সরকার, মেহের আফরোজ এমপি, আরমা দত্ত, মো. হাবিবে মিল্লাত, শামসুল হক টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।