ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
সুনামগঞ্জ কারাগারে আসামির মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জ কারাগারে খলিল নামে এক আসামির মৃত্যু হয়েছে। মৃত খলিল একটি বিচারাধীন ডাকাতি মামলার আসামি ছিলেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে তার শ্বাস কষ্ট দেখা দিলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান জেল পুলিশের সদস্যরা। পরে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
     
সুনামগঞ্জ কারাগারের জেলার হাবীবুর রহমান বাংলানিউজকে জানান, কারাগারের ভিতরে বিকেলে ওই আসামি শ্বাস কষ্ট অনুভব করলে অন্যরা জেল পুলিশকে বিষয়টি জানান। পরে দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

সুনামগঞ্জ সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট না পেলে বলা যাচ্ছে না। শুক্রবার (১১ ডিসেম্বর) মরদেহের ময়না তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।