ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুতে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
রামুতে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রামুতে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের রামুর প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় চার কোটি টাকা।

শুক্রবার (১১ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে পার্টস এর দোকান, পার্টস ও প্লাস্টিক সামগ্রীর দোকান, মুরগির দোকান ও লন্ড্রি পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়িরা জানান, শুক্রবার ভোর ৩টার দিকে কাইছার কামাল শিমুলের পার্টস এর দোকানের পেছনে আগুনের সূত্রপাত হয়। তা মূহুর্তে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু ও কক্সবাজার ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে  পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় এ চারটি দোকানের মালামাল।

খবর পেয়ে অগ্নিকাণ্ড স্থলে যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরীসহ বণিক সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।