ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে অন্তঃসত্ত্বা এক ছাত্রীর ঝুলন্ত লাশ ও চিরকুট উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
শেরপুরে অন্তঃসত্ত্বা এক ছাত্রীর ঝুলন্ত লাশ ও চিরকুট উদ্ধার শেরপুরে অন্তঃসত্ত্বা এক ছাত্রীর ঝুলন্ত লাশ ও চিরকুট উদ্ধার

শেরপুর: শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দার পশ্চিমপাড়া এলাকা থেকে ইতু (১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত  রাতে ছাত্রীর লাশ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

এটি ইতুর হাতের লেখা চিরকুট বলে ইতুর পরিবার দাবি করেছে।

প্রেমিক রাশেদ প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করায় অন্ত:স্বত্বা হয়ে পড়ে ইতু। কিন্তু প্রেমিক রাশেদ তা অস্বীকার করলে স্থানীয় নতুনকুড়ি স্কুলে পড়ুয়া ৮ম শ্রেণীর এই ছাত্রী চিরকুট লেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, যা তার চিরকুটে উল্লেখ ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা পশ্চিমপাড়া এলাকার ঢাকায় অবস্থানরত ব্যবসায়ী রহমতুল্লাহ এর মেয়ে ইতুর সঙ্গে একই গ্রামের পূর্বপাড়া এলাকার অপর স্কুল ছাত্র রাশেদের সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বন্ধুদের সহযোগিতায় একাধিকবার ইতুর-রাশেদের শারীরিক সম্পর্ক হয়। ফলে ইতু অন্তঃস্বত্বা হয়ে পড়লে প্রেমিক রাশেদ প্রেমের সম্পর্ককে অস্বীকার করে, যা মানতে না পেরে লজ্জায় চিরকুট লিখে আত্মহত্যা করে ইতু। রাতে চিরকুটসহ নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে শেরপুর সদর থানা পুলিশ।

চিরকুটে লেখা অনুযায়ী জানা যায়, মৌসুমি, মেঘলা সাজেদা, আজাদ, খুশি, নিশি, শফিক, মোশাররফ ও ময়নালের সহায়তায় ইতু ও রাশেদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাদের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।  

প্রেমিক রাশেদের কাকা তামজিদসহ তারা সবাই মিলে তার জীবনটা শেষ করে দিয়েছে বলে চিরকুটে উল্লেখ ছিল। তাদেরকে ক্ষমা না করার জন্য বলা হয়েছে ওই চিরকুটে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, রাতে আমাদের পুলিশ ইতু নামের ওই মেয়েটির লাশ তাদের বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এসময় একটি চিরকুটো পাওয়া যায়। লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।