ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ২ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা 

সাভার করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ধামরাইয়ে ২ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা  ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): ভেজালবিরোধী অভিযান চালিয়ে ঢাকার ধামরাইয়ে দুই বেকারি কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের ইসলামপুর ও শরিফভাগ এলাকায় এ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।  

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ধামরাইয়ের ইসলামপুর ও শরিফভাগ এলাকায় ভাই ভাই ফুড প্রোডাক্ট ও সিফাত বেকারি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ভাই ভাই ফুড প্রোডাক্টকে ২ লাখ এবং সিফাত বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।  

র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।