ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরের নেছারাবাদে ট্রলার ডুবে নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
পিরোজপুরের নেছারাবাদে ট্রলার ডুবে নিখোঁজ ১

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে মালবাহী ট্রলারের ধাক্কায় শ্রমিকবাহী একটি ট্রলার ডুবে হাসান (৩৫) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৬  ডিসেম্বর) রাতে নেছারাবাদ থানার ইন্দেরহাট কালিবাড়ি খালের মোহনায় এ দূর্ঘটনা ঘটে।

হাসান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী গ্রামের ইমাদ হাওলাদারের ছেলে।

ডুবে যাওয়া ট্রলারের শ্রমিক এমদাদুল হক বাংলানিউজকে জানান, বিল্ডিং নির্মাণের কাজের একটি মিকচার মেশিন সহ তাদের আট শ্রমিক ট্রলারে করে বরিশালের বানারীপাড়া থেকে নেছারাবাদ উপজেলার বালিহারি গ্রামে যাচ্ছিলেন। ইন্দেরহাট কালিবাড়ি খালের মোহনায় এলে অপর দিক থেকে আসা একটি মালবাহী ট্রলার তাদের ট্রলারকে ধাক্কা দেয়। এতে তাদের ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অন্য সাত জন সাঁতার কেটে উপরে উঠে যান। কিন্তু শ্রমিক হাসান নিখোঁজ হয়।  

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বাংলানিউজকে জানান, শ্রমিক হাসানের এখনো কোন খোঁজ পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ