ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

থাইল্যান্ডে নতুন রাষ্ট্রদূত আব্দুল হাই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
থাইল্যান্ডে নতুন রাষ্ট্রদূত আব্দুল হাই

ঢাকা: থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মোহাম্মদ আব্দুল হাইকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ আব্দুল হাই বর্তমানে আলজেরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি পররাষ্ট্র সার্ভিসের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা।

ক্যারিয়ারে মোহাম্মদ আব্দুল হাই মানামা, মস্কো, ব্যাংকক, দুবাইয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ব্রুনেইয়ের বাংলাদেশ মিশনের হাইকমিশনার ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ