ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
রূপগঞ্জে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ কিলোমিটারব্যাপী প্রায় তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২০ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কালাদী, নলপাথর, উত্তরপাড়া, হাটাবো টেকপাড়া, আতলাশপুর, চামারটেক, ত্রিশ কাহিনা এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

অভিযানকালে উপস্থিত ছিলেন- জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মানজুরা মোশারফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল আহসান মারুফ, তিতাস গ্যাসের প্রকৌশলী খোরশেদ আলম, প্রকৌশলী আলী, প্রকৌশলী তারেক সাগর, প্রকৌশলী মানিক মিয়া, প্রকৌশলী সরওয়্যার হোসেন, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী কাউছার আলম পলাশ, শামীম আহমেদ, জহিরুল ইসলাম, সাইফুর রহমান, খইয়ুম ব্যাপারী, হাফিজুর রহমানসহ পুলিশ বাহিনীর সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।