ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীর তেজগাঁও থেকে ভ্রুণ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
রাজধানীর তেজগাঁও থেকে ভ্রুণ উদ্ধার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বাউন্ডারির ভিতর থেকে একটি ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে পুলিশ ভ্রুণটি উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

তেজাগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ পুলিশ পরিদশর্ক (এএসআই) মো. আমিনুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসের বাউন্ডারি ওয়ালের ভিতর থেকে ভ্রুণটি উদ্ধার করা হয়। ভ্রুণটি একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর গামছা ও ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিলো। ভ্রুণটির বয়স মায়ের গর্ভে ৩ থেকে ৪ মাস হবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে রাস্তা থেকে কেউ ভ্রুণসহ ব্যাগটি বাউন্ডারির উপর দিয়ে ভিতরে ছুঁড়ে দিয়েছে। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।