ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এসএমপির দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসএমপির দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সিলেট: অনিয়ম-দুর্নীতির দায়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- আরআই ইন্সপেক্টর আবদুছ ছালাম ও আরও-১ এসআই খায়রুদ্দিন।

তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণপূর্বক বিভাগীয় মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ হেড কোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (ডিএন্ডপিএস-১) মো. রেজাউল হক স্বাক্ষরিত পৃথক আদেশে এসএমপি কমিশনারকে এই্ নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। সম্প্রতি পুলিশ হেড কোয়ার্টার্স থেকে তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তে ইন্সপেক্টর আবদুছ ছালাম এবং এসআই খায়রুদ্দিনের বিষয়ে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এনইউ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।