ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩০, ডিসেম্বর ২২, ২০২০
বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ফাইল ফটো

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌরুটের দিক নির্দেশনা বাতি ঝাপসা হয়ে আসে। দূরত্ব নির্ণয় করতে না পারায় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। এ অবস্থায় ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ জানান, ভোর ৬ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২,২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।