ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

স্টাফ করেসডন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শামলাপুর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৩ রাউন্ড গুলি, একটি ছুরি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় মেলেনি।

র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি ইয়াবা কারবারী। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ১০টার দিকে র‌্যাব-১৫ এর পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব-১৫ এর এএসপি শাহ আলম জানান, ওই এলাকায় র‌্যাবের একটি দল টহল দেওয়ার সময় কয়েকজন লোককে দৌঁড়ে পালাতে দেখেন। সন্দেহ হলে তাদের ধাওয়া দিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পাহাড়ের দিকে পালিয়ে যান।  

পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০,
এসবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।