ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরিষাবাড়ীতে অটোরিকশা খাদে পড়ে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
সরিষাবাড়ীতে অটোরিকশা খাদে পড়ে চালকের মৃত্যু

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এর চালক কবির হোসেন (৫০) নিহত হয়েছেন।  

বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার পিংনা ইউনিয়নের পদ্মপুর এলাকার সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কবির হোসেনের বাড়ি পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে।  

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ঘন কুয়াশার মধ্যে কবির হোসেন তার অটোরিকশায় তিন যাত্রী নিয়ে পদ্মপুর থেকে টাঙ্গাইলের ভুঞাপুরে যাচ্ছিলেন। কিন্তু যাত্রা শুরুর পরপরই ঘন কুয়াশার কারণে রাস্তায় কিছু দেখতে না পেরে গাড়ির  নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে অটোরিকশাটি খাদে পড়ে গেলে তিনি ও তিন যাত্রী আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।