ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

ফেনীতে গৃহবধূ শিরিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
ফেনীতে গৃহবধূ শিরিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মানববন্ধন

ফেনী: ফেনীর রামপুরে গৃহবধূ শিরিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার প্রাঙ্গনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এতে গৃহবধূ শিরিনের সহপাঠী, শিক্ষার্থীসহ অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গৃহবধূ শিরিনকে পরিকল্পিতভাবে পরিবারের লোকজন হত্যা করে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। এ ঘটনায় নিহত শিরিনের পিতা অহিদুর রহমান বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার দেখালেও মূল হোতা মামলার ১ নম্বর আসামি স্বামী শাহীনসহ ৪ জন আসামিকে এক সপ্তাহ পরও গ্রেপ্তার করেনি। তাই আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি করেন তারা।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসএইচডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।