ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশু অপহরণ করে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
শিশু অপহরণ করে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি মো. মাহফুজুর রহমান রনিকে (৩৮) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোরে লক্ষ্মীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, শিশু সামনুন হত্যাকাণ্ডের প্রধান আসামি মাহফুজুরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে ডিবি মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গত ১৭ ডিসেম্বর মিরপুর ৬ নম্বর সেকশনের আজমত হাসপাতালের সামনে থেকে শিশু সামনুনকে অপহরণ করে। পরবর্তীতে সামনুনের মায়ের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।