ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘দেশে কেউ আর আশ্রয়হীন থাকবে না’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
‘দেশে কেউ আর আশ্রয়হীন থাকবে না’ অনুষ্ঠানে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদসহ অন্যরা

মৌলভীবাজার: ‘চলমান উন্নয়নে সরকার সব মানুষকে সঙ্গে রাখার যে নীতি গ্রহণ করেছে তার ধারাবাহিকতায় দরিদ্র, ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে ঘর নির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। অচিরেই দেশ থেকে দরিদ্র দূর করা হবে, কেউ আর আশ্রয়হীন থাকবে না।

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ লাখ টাকা ব্যয়ে গৃহ ও ভূমিহীনদের জন্য ২৭টি ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এসব কথা বলেন।

শনিবার (২৬ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেসার আহমেদ, উপজেলা প্রকল্প অফিসার আশরাফউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাধ্যক্ষ ড. আব্দুস শহিদ বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়। দেশের এ উন্নয়নে সরকার সব মানুষকে সঙ্গে রাখার যে নীতি গ্রহণ করেছে তার ধারাবাহিকতায় দরিদ্র, ভূমি ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে ঘর নির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জেলার প্রতিটি গৃহহীন পরিবারকে পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে দেওয়া হবে সে লক্ষ্যে এ আশ্রায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আজ আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রতিটি এক লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ২৭ ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলায় পাঁচ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে মোট ৩০০টি ঘর নির্মাণ করা হবে।

জেলার সব গৃহহীন মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানান জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।