ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ক্রাইম রিপোর্টাররা পুলিশের আয়না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
ক্রাইম রিপোর্টাররা পুলিশের আয়না

ঢাকা: সাংবাদিকদের মধ্যে ক্রাইম রিপোর্টাররা হলো পুলিশের আয়না, তাদের প্রতিবেদনের মধ্য দিয়ে পুলিশের প্রতিচ্ছবি উঠে আসে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সেরা প্রতিবেদন পুরস্কার-২০১৯ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বলেন, ক্রাইম রিপোর্টাররা পুলিশের আয়না নেগেটিভ-পজিটিভ সব বিষয় তাদের প্রতিবেদনের মধ্যে তুলে ধরেন। এতে আমরা আমাদের ভুল-ত্রুটিগুলো জানতে পারি। এছাড়াও পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক ও ভালো কাজগুলো তুলে ধরেন। এরজন্যই ক্রাইম রিপোর্টাররা পুলিশের আয়না।

তিনি বলেন, সমাজের মঙ্গলের জন্য পুলিশ ও সাংবাদিকদের কোনো শুক্রবার-শনিবার নেই। আমরা নিজেদের পারস্পারিক সহযোগিতার মাধ্যমে সমাজের উন্নয়ন করবো।

পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) নুরে আলম মীনা বলেন, আমরা মাঠ ও তৃণমূল পর্যায়ে কাজ করি। আমাদের ভুল ক্রটি হয়। পুলিশের নিজস্ব বিভাগের কোনো মাধ্যম নেই,  আপনারা প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার মাধ্যমে গণ মানুষের কাছে আমাদের কর্মকাণ্ড তুলে ধরেন।

নিউজ ভ্যালু নেগেটিভ বিষয় হলেও পুলিশের পজিটিভ বিষয় নিয়েও নিউজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ক্র্যাব সেরা প্রতিবেদন পুরস্কার-২০১৯ মনোনীত আট জনকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

যারা পুরস্কার পেয়েছেন- অনুসন্ধানী প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর হুজায়ফা মুহাম্মদ (আহমেদ জায়িফ)। অনুসন্ধানী প্রতিবেদন-২ ( টেলিভিশন/রোডিও) যৌথভাবে দুই জন পুরস্কার পেয়েছেন সময় টিভির খান মুহাম্মদ রুমেল ও এনটিভির সফিক শাহীন।

মাদক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন) ডেইলি স্টারের জামিল খান।  

নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন-১ (প্রিন্ট/অনলাইন) পুরস্কার পেয়েছেন ডেইলি স্টারের জামিল খান এবং নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন-২ ( টেলিভিশন/রেডিও) দীপ্ত টিভির আসিফ জামান সুমিত। মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-১ ( টেলিভিশন/রেডিও) বাংলাভিশনের দিপন দেওয়ান। মানবাধিকার বিষয়ক প্রতিবেদন (আখতারুজ্জামান লাবলু স্মৃতি পদক) পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের আমানুর রহমান রনি।

এছাড়া অনুষ্ঠানে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি-২০১৯ এর নেতাদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে ক্র্যাবের আট জন নতুন অস্থায়ী সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।  

অনুষ্ঠানের শুরুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ক্র্যাব সদস্যসহ দেশের যেসব মানুষ মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্র্যাবের সিনিয়র সদস্য আলাউদ্দিন আরিফ। গীতা পাঠ করেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্র্যাবের সহ-সভাপতি মোরছালীন বাবলা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহ-সভাপতি ওসমান গনি বাবুল, ক্র্যাবের সাবেক সহ-সভাপতি মিজান মালিক ও মির্জা মেহেদী তমাল, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম।

ক্র্যাবের সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) নুরে আলম মিয়া।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্র্যাবের সহ-সভাপতি মোরসালীন বাবলা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ ক্র্যাবের সব সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।