ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে চলছে ১০০ দিনব্যাপী দেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতা৷

শনিবার (২৬ ডিসেম্বর) কুইজে অংশগ্রহণ করেছেন ৮২ হাজার ৩৭ জন প্রতিযোগী৷ তাদের মধ্যে স্মার্টফোন বিজয়ী সৌভাগ্যবান পাঁচ জন হলেন: নোয়াখালীর মো. আলাউদ্দীন, কুমিল্লার মো. সাফায়াত হোসেন ভুঁইয়া, ঢাকার আবদুল্লাহ সরকার, কক্সবাজারের আবদুর রহিম মিঞা সোহান এবং ঢাকার ইরফান খান।

প্রতিযোগিতার রোববারের (২৭ ডিসেম্বর) কুইজ: ১৯৫৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দলসমূহের নির্বাচনী মোর্চা হচ্ছে যুক্তফ্রন্ট।

এ নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় অর্জন করে। আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল নিয়ে গঠিত হয় যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?

১. কৃষি, বন ও সমবায় মন্ত্রণালয়
২. ভূমি মন্ত্রণালয়
৩.  আইন মন্ত্রণালয়
৪. বাণিজ্য, শ্রম, শিল্প ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়

স্মার্টফোন বিজয়ী পাঁচজনসহ ১০০ জিবি মোবাইল ডাটা বিজয়ী ১০০ জনের ছবিয্ক্তু নামের তালিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইট  থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
ডিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।