ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটাই‌লে ট্রাকচাপায় ৩ কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
ঘাটাই‌লে ট্রাকচাপায় ৩ কিশোর নিহত প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া ব্রিজে ট্রাকচাপায় মোটরসাই‌কে‌লের আরোহী তিন কিশোর নিহত হ‌য়ে‌ছে।

সোমবার (২৮ ডি‌সেম্বর) বেলা ১১টার দি‌কে টাঙ্গাইল-ভূঞাপুর সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলো- একই জেলার ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রা‌মের ইউসু‌ফের ছে‌লে মো. র‌শিদ (১৫), একই গ্রা‌মের লাল মিয়ার ছে‌লে মুন্না (১৮) ও সৌরভ‌ (১৯)।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুরাদ হো‌সেন বাংলানিউজকে জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়‌কের সিংগুরিয়া ব্রিজের ওপর এক‌টি ট্রা‌ক বিপরীত থে‌কে আসা এক‌টি মোটরসাই‌কে‌লকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই মোটরসাই‌কে‌লে থাকা ওই তিন আরোহী কিশোরের মধ্যে র‌শিদ ও মুন্নার মৃত্যু হয়। আর আশঙ্কজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সৌরভের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।