ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মগবাজারে টিঅ্যান্ডটির সহকারী প্রকৌশলীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
মগবাজারে টিঅ্যান্ডটির সহকারী প্রকৌশলীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মগবাজার টিঅ্যান্ডটি কলোনির ভেতর গলায় নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় মীর আফতাবুল সুমন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি টিঅ্যান্ডটিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার (২৮ ডিসেম্বর) সকালের দিকে বড় মগবাজার টিঅ্যান্ডটি কলোনির ভেতর একটি চারতলা বাড়ির সামনে থেকে গলায় নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়। সুমন ওই ভবনের চতুর্থ তলায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে থাকতেন। তিনি টিঅ্যান্ডটির সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করতেন। ’

এসআই শরিফুল বলেন, ‘পরিবারের কাছ থেকে আমরা জানতে পেরেছি সুমন ফজরের নামাজের জন্য বাসা থেকে বেরিয়ে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই কলোনির চতুর্থ তলায় পানির ট্যাংকি সঙ্গে অর্ধেক রশি বাঁধা অবস্থায় পাওয়া গেলেও মৃতদেহ নিচে পাওয়া গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।