ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

চুক্তিতে রেল সচিব থাকছেন সেলিম রেজা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
চুক্তিতে রেল সচিব থাকছেন সেলিম রেজা

ঢাকা: চুক্তিতে আরো এক বছর রেলপথ মন্ত্রণালয়ের সচিব থাকছেন মো. সেলিম রেজা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (২৮ ডিসেম্বর) এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি বাতিল করে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

আগামী ৩০ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা ছিল।

এর আগে ২৪ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ওইদিনই সেই আদেশ বাতিল করে নতুন আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।