ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘সরকারি কর্মকর্তারা জন্মতারিখ দুই-তিন বছর বাড়িয়ে দিয়ে থাকেন। জন্মতারিখের মিথ্যে দিয়ে শুরু হয় তাদের জীবনের প্রথম দুর্নীতি।
সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গাঙচিল মিলনায়তনে ‘শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা’য় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুনীর চৌধুরী বলেন, ‘আমার সিনিয়র জয়েন করেছেন আমার পাঁচ বছর আগে। আমি যখন অবসরে যাবো, এর পাঁচ বছর পরে আমার সিনিয়র অবসরে যাবেন। এটা কি সামঞ্জস্যপূর্ণ? জন্মতারিখের মিথ্যে দিয়ে শুরু হয় জীবনের প্রথম দুর্নীতি। ’
তিনি বলেন, ‘এখনকার বিয়ের অনুষ্ঠানে ৬০ লাখ টাকা খরচ করা হয়। প্রত্যেক অতিথির জন্য ৬০০-৭০০ টাকার খাবারের ব্যবস্থা করা হয়। অথচ গরিবদের জন্য কোনো খাবার ব্যবস্থা রাখা হয় না। এসব বিয়েতে দাওয়াতে আসা অতিথিদের ড্রাইভারদের জন্য ২০০-৩০০ টাকার খাবারের ব্যবস্থা রাখা হয়। ’
মুনীর চৌধুরী আরও বলেন, ‘আপনারা যে সরিষার তেল খান, তা মেশিনের তৈরি। ঘানির তৈরি তেল নয়। এতে ইউরিক এসিডের পরিমাণ ঘানির তৈরি তেলের তুলনায় ৫ শতাংশ বেশি থাকে। ঘানির তৈরি তেলে ইউরিক এসিড কম থাকে। বাণিজ্যিকীকরণ ও অর্থনীতির স্রোতে দুর্নীতি অনেক বেড়ে যাচ্ছে। দুর্নীতি রোধ করতে হবে। আমরা যারা আছি আর নতুন প্রজন্মের সবাইকে মিলে দুর্নীতিকে একসাথে রোধ করতে হবে। ’
মূল প্রবন্ধ পাঠ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য মনিমুল হক। তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশে দুর্নীতি থাকলে উন্নয়নে বাধা সৃষ্টি হয়। উন্নয়নের পরিমাণ কমে যায়। সমাজ দুর্নীতিমুক্ত করতে হলে আমাদের নৈতিক শুদ্ধাচার করতে হবে। অনেকের কোনো অভাব নেই, তবুও তারা দুর্নীতি করছেন। শুধু শিষ্টাচার আর নৈতিকতার অভাবেই দুর্নীতি করছেন। ’
নৈতিক শুদ্ধাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি গাছ থেকে ভালো ফল পেতে হলে দু’টি জিনিসে নজর দিতে হবে। বীজ ও জমি ভালো হতে হবে। উর্বর জমিতে গাছ লাগাতে হবে। আর যে গাছ লাগানো হবে, সে গাছের বীজ যেন ভাল হয়। তাহলে সেখান থেকে ভালো ফল পাওয়া যাবে। একটি ভালো থাকলে হবে না, দু’টিই ভালো থাকতে হবে। তখনই ভালো ফল পাওয়া যাবে। অনুরূপভাবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নৈতিক শুদ্ধাচার মানতে হবে। এরই মধ্য দিয়ে সমাজে দুর্নীতি কমে আসতে পারে। ’
এছাড়াও, কর্মশালায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক ইমতিয়াজ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এমএমআই/এফএম