ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোংলা সুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
মোংলা সুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

বাগেরহাট: বাগেরহাটের মোংলা ইপিজেডের ‘গুয়াংজু হুয়াস্যাং সাইন্স অ্যান্ড টেকনোলজি’ নামে সুতার ফ্যাক্টরির গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে লাগা আগুন সন্ধ্যা ৬টা পর্যন্ত সম্পূর্ণ নেভানো যায়নি।

এখনও বিভিন্ন জায়গা থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে।

বাগেরহাট ও মোংলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের অভিযান এখনও অব্যাহত রয়েছে। ক্রেন দিয়ে গোডাউনের তুলা সরিয়ে আগুন সম্পূর্ণ রুপে নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে, গোডাউনে অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বা কেন আগুন লেগেছে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কথা বলেননি ফ্যাক্টরি কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ অসুন্ধানে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন মোংলা ইপিজেড কর্তৃপক্ষ।

>>>মোংলা ইপিজেডে সুতার গোডাউনে আগুন

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) গোলাম সরোয়ার বলেন, তুলার গোডাউন হওয়ায় আগুন নেভানো অনেক কষ্টসাধ্য। নেভাতে আমরা বাগেরহাট ও মোংলা ফা
য়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছি। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু এখনও সম্পূর্ণরুপে আগুন নেভানো যায়নি। গোডাউনের ভেতরে তুলার নিচে এখনও আগুন রয়েছে। আমরা তুলোর স্তুপে পানি দিচ্ছি। স্ট্রেচার দিয়ে তুলা সরিয়ে গোডাউনটিকে সম্পূর্ণভাবে আগুন মুক্ত করার চেষ্টা করছি। গোডাউন সম্পূর্ণভাবে আগুন মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মাহাবুব আহমেদ ছিদ্দিক বাংলানিউজকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের একাধিক টিম এখনও কাজ করছে। আমরা অগ্নিকাণ্ডের কারণ জানতে মোংলা ইপিজেডের ডেপুটি ম্যানেজার জহিরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ওই কোম্পানি আমাদের কিছু জানায়নি। কোম্পানির লোকেরা জানালে আমরা জানাতে পারব।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।