ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নেতা আজহার মাহমুদের বাবার ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
সাংবাদিক নেতা আজহার মাহমুদের বাবার ইন্তেকাল নুরুল আলম

ফেনী: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও মিরসরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক আজহার মাহমুদের বাবা মো. নুরুল আলম (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নুরুল আলম হাইতকান্দি ইউনিয়নের মুরাদপুর গ্রামের ইউসুফ আলী মেস্ত্রি বাড়ির বাসিন্দা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে।  

এদিকে মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুসহ কর্মরত সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।