ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে বাসচাপায় মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
চরফ্যাশনে বাসচাপায় মা-মেয়ে নিহত প্রতীকী ছবি

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে বাসের চাপায় মা ও শিশু কন্যা নিহত হয়েছে।  সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের পানিরকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ চরমঙ্গল এলাকার বেল্লাল হোসেনের স্ত্রী তানিয়া (৩০) ও তার মেয়ে মালিহা (২)।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক শশীভূষণের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এসময় ইজিবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মা ও মেয়ে।

খবর পেয়ে  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।