ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিসি নিয়োগে ফিটলিস্ট তৈরিতে ৩৪৬ কর্মকর্তার সাক্ষাৎকার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
ডিসি নিয়োগে ফিটলিস্ট তৈরিতে ৩৪৬ কর্মকর্তার সাক্ষাৎকার 

ঢাকা: জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগের জন্য ফিটলিস্ট তৈরি করতে ৩৪৬ জন উপসচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক আদেশে আগামী ৩, ৭, ৯, ১০, ১৪ ও ১৬ জানুয়ারি এদের সাক্ষাৎকারের জন্য তালিকা প্রকাশ করেছে।

সাধারণত, প্রশাসন ক্যাডারের উপসচিবদের মধ্য থেকে ডিসি নিয়োগ দেওয়া হয়। এবার বিসিএস ২২তম ও ২৪তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব হিসেবে ফিটলিস্ট তৈরির জন্য ডাকা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।