ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার দায়ে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার দায়ে আটক ২ আটক দুই প্রতারক। ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান এলাকা থেকে দুই প্রতারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩ এর সদস্যরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- মো. আজিজুল হক (৫৩) ও নিহার রঞ্জন রায় (৩২)।

এএসপি ফারজানা হক বাংলানিউজকে জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সোমবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর গুলশান থানার রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কাম কার পার্কিং ভবনে অভিযান চালায়। অভিযানে চাকরি দেওয়ার প্রতারক চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।