ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ব্রহ্মপুত্রের কোলে বছরের শেষ সূর্যাস্ত!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
ব্রহ্মপুত্রের কোলে বছরের শেষ সূর্যাস্ত!

কুড়িগ্রাম: ক্যালেন্ডারের পাতা থেকেই শুধু নয়, আমাদের জীবন থেকেও চিরকালের জন্য বিদায় নিচ্ছে ২০২০ সাল।

সুখ-দুঃখ, হাসি-কান্নায় প্রত্যেকের জীবনে কতোই না উত্থান-পতন হলো এই এক বছরে।

বিদায় নিলেও প্রত্যেকের ব্যক্তিগত আনন্দ-বেদনার স্মৃতিতে ধরা থাকবে এ বছর। মণিকোঠায় জ্বলবে গোধূলি সূর্যের মতো।
ডুবতে বসেছে বছরের শেষ সূর্য। চলুন পাঠক সেই সূর্যাস্তে নজর বুলিয়ে কালের সাক্ষী হয়ে থাকি আমরা প্রত্যকেই ব্যক্তিগত আনন্দ-বেদনার স্মৃতিতে ধরা থাকবে এ বছর।

কুড়িগ্রামের রৌমারী-চিলমারী উপজেলার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদ থেকে ২০২০ সালের শেষ সূর্যাস্তের ছবিগুলো তুলেছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ফজলে ইলাহী স্বপন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।