ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৪৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৪৩

ঢাকা: রাজধানীজুড়ে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (০২ জানুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫৭৮ পিস ইয়াবা, ১৩ দশমিক ৫ গ্রাম হেরোইন, ২০০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৪৩ জনকে আটক করা হয়েছে। তারা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।