ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফায়ার সার্ভিসের টিএনটি নম্বর বন্ধ, যোগাযোগ করুন মোবাইলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
ফায়ার সার্ভিসের টিএনটি নম্বর বন্ধ, যোগাযোগ করুন মোবাইলে

ঢাকা: ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের হটলাইন টিএন্ডটি নম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় কোনো প্রকার দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) দিনগত রাত ১টা ৫০ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে হটলাইন নম্বরটি বিকল হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মুহাম্মদ ফরহাদুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, রোববার রাত ১টা ৫০ মিনিট থেকে আমাদের কন্ট্রোল রুমের হটলাইন টিএনটি নম্বরে কোনো ফোন আসছেও না, যাচ্ছেও না। যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আশা করছি সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে।

তিনি আরও জানান, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মত ঘটনায় যোগাযোগ করুন এই নাম্বারে: ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৯৬৮৮৮১১১১।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এমএমআই/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।