ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলা একাডেমিতে রাবেয়া খাতুনের প্রতি শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, জানুয়ারি ৪, ২০২১
বাংলা একাডেমিতে রাবেয়া খাতুনের প্রতি শ্রদ্ধা বাংলা একাডেমিতে চলছে রাবেয়া খাতুনের প্রতি শ্রদ্ধা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বাংলা একাডেমির নজরুল মঞ্চের সামনে বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন চলছে।

সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাবেয়া খাতুনের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

এ সময় আওয়ামী লীগের পক্ষে দলটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া রাবেয়া খাতুনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান ও মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশিদ ও নাসির উদ্দিন ইউসুফ।

প্রাতিষ্ঠানিকভাবে রাবেয়া খাতুনের প্রতি শ্রদ্ধা জানায় তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণসঙ্গীতশিল্পী সমন্বয় পরিষদ, ঢাকা পদাতিক, জাতীয় কবিতা পরিষদ৷

শ্রদ্ধা নিবেদনের পর বাংলা একাডেমি থেকে রাবেয়া খাতুনের মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আই কার্যালয়ে। সেখানে বাদ জোহর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

এর আগে রোববার (৩ জানুয়ারি) বিকেলে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাবেয়া খাতুন।

বাংলাদেশ সময় ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।