ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তামাক ব্যবহার কমাতে আইন সংশোধনের আশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
তামাক ব্যবহার কমাতে আইন সংশোধনের আশ্বাস তামাক ব্যবহার কমাতে আইন সংশোধনের আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: দেশে তামাকের ব্যবহার কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে তুলে ধরতে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে তামাক ব্যবহার নিয়ন্ত্রণে ধাপে ধাপে কঠোরতা আরোপ করা হবে। ইতোপূর্বে তামাকপণ্যের প্যাকেটে সতর্কতার ছবি ব্যবহার ছিলো না, সেটি করা হয়েছে। পাশাপাশি একসময় প্লেনসহ বিভিন্ন পাবলিক প্লেসে ধূমপানের সুযোগ ছিল। আইন করে সেটি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদ্যমান আইনটি আরো যুগোপযোগী করার লক্ষ্যে আইনের সংশোধনী আনা হচ্ছে। ’

স্বাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী প্রজ্ঞা এবং আত্মা’র প্রস্তাবগুলো আইন সংশোধনের ক্ষেত্রে গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন, কো-কনভেনর মিজান চৌধুরী, বাংলা ট্রিবিউনের বিজনেস ইনচার্জ মো. শফিকুল ইসলাম এবং প্রজ্ঞা’র তামাক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মসূচির প্রধান মো. হাসান শাহরিয়ার।

বৈঠকে প্রজ্ঞা এবং আত্মা’র পক্ষ থেকে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ বিলুপ্ত, সব পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ করার মাধ্যমে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করাসহ ৬টি দাবি উত্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।