ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এবার ময়মনসিংহে শহীদ মিনার ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
এবার ময়মনসিংহে শহীদ মিনার ভাঙচুর ভাঙচুর করা হয়েছে শহীদ মিনার/ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১০ নম্বর খেরুয়াজানী ইউনিয়নের যাত্রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

রোববার (৩ জানুয়ারি) মধ্যরাতে শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটে, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মুনসুর।

তিনি বলেন, উপজেলার ১০ নম্বর খেরুয়াজানী ইউনিয়নের যাত্রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে। রোববার রাত ১১টা পর্যন্ত চৌকিদার পাহারায় ছিল। ভোরে মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে গিয়ে দেখতে পায় শহীদ মিনারটি ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ কাজ করতে পারে তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুত শহীদ মিনারটি মেরামতের কাজ শুরু করা হবে।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন হিরা জানান, যারা শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তারা দেশের শত্রু। এটা একটা উসকানিমূলক ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলেই অপরাধীরা ধরা পড়বে।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।