ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
তেঁতুলিয়ায় দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ  দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ 

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১১৩ জন দুস্থ মানুষের মধ্যে তিন হাজার টাকা করে মোট ৩ লাখ ৩৯ হাজার টাকা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।  

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে মুসলিম এইড ইউকে-বাংলাদেশ এর অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে গরীব ও অসহায় এসব দুস্থ মানুষের হাতে নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করে নগদ এই অর্থ বিতরণ করা হয়।

 

এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।  

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও’র পঞ্চগড় জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, তেঁতুলিয়া উপজেলা এরিয়া ম্যানেজার আব্দুল কাদের, ইএসডিও’র উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী সোলায়মান হক, শাখা ম্যানেজার অলিউর রহমানসহ ইএসডিও’র উন্নয়নকর্মীরা।

জানা যায়, করোনাকালীন এই সময়ে ইএসডিও’র এক জরিপের মাধ্যমে উপজেলার বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের এই নগদ অর্থ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।