ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে দুস্থ জনগণের পাশে বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
মানিকগঞ্জে দুস্থ জনগণের পাশে বসুন্ধরা গ্রুপ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আবাসনে বসবাসরত ৩ শতাধিক অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।  

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বেতিলা মিতরা এলাকার আবাসনে অসহায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

জেলা প্রশাসক এস.এম ফেরদৌস বাংলানিউজকে বলেন, প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ। করোনা ও বন্যার সময়ও জেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষকে খাবার দিয়ে সহায়তা দেওয়ার পাশাপাশি শীতের সময়ও তারা শীতার্ত মানুষের কথা বিবেচনা করে তাদের জন্য কম্বল উপহার পাঠিয়েছেন। এ জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানায়।

জানা যায়, শীতের এই মৌসুমে বসুন্ধরা গ্রুপ মানিকগঞ্জে দুস্থ জনগণের মধ্যে ১২শ’ কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে আরও কম্বল বিতরণ করা হবে।


কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন, স্থানীয় চেয়ারম্যান নাসির উদ্দীন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।