ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে ৫ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
কামরাঙ্গীরচরে ৫ ডাকাত আটক

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে পাঁচ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটক পাঁচজন হলেন- মো. ইকবাল (৩২), মো. সোহেল হোসেন ওরফে মামুন (২৪), মো. আরিফ হোসেন ওরফে অপু (২২), শেখ আহমেদ হোসেন ওরফে মুন্না (৪০) ও মো. হায়দারুল ইসলাম ওরফে সোহেল (৩৬)।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

মেজর শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ জানুয়ারি) দিনগত রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর  কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাত দলের পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুটি শুটার গান, ছয় রাউন্ড  গুলি (অ্যামুনেশন), দু’টি চাকু ও দু’টি মোবাইল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করতো।  

আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান মেজর শাহরিয়ার।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।