ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইটনায় পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
ইটনায় পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু পটকা মাছ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় পটকা মাছ খেয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হয়েছে এক শিশুসহ তিন মেয়ে।

ইটনা উপজেলার মৃগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ইটনা উপজেলার মৃগা গ্রামের কৃষক হেমেন্দ্র মালাকার (৫৫) ও তার স্ত্রী সঞ্চিতা মালাকার (৪৫)।  

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র ও হেমেন্দ্র মালাকারের ভাতিজা কালি প্রসন্ন ওরফে প্রসেনজিৎ বাংলানিউজকে জানায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) পটকা মাছ রান্না করে সঞ্চিতা ও তার স্বামী হেমেন্দ্র খেয়েছিলেন। রাতে তারা অসুস্থ হয়ে পড়েন। রাত ২টার দিকে তাদের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হেমেন্দ্র মালাকার মারা যান। পরে তার স্ত্রী সঞ্চিতাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সঞ্চিতার মৃত্যু হয়।  

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের তিন মেয়ে সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) ও প্রিমা মালাকার (৫)।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।