ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ৩৫০ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
মাদারীপুরে ৩৫০ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে ৩৫০ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার, কম্বল ও চাল বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে জেলা শহরের তরমুগুরিয়া এলাকায় ‘প্রসিসেস প্রতিবন্ধ বিদ্যালয়’ এর আয়োজনে এ সব বিতরণ করা হয়।


 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তর মাদারীপুরের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম।

বিনামূল্যে এই শীতবস্ত্র, হুইলচেয়ার ও চাল পেয়ে খুশি হতদরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের স্বজনরা।

ছবি: বাংলানিউজ

অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক তাপস ফলিয়া, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার, ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. সেলিনা আখতার বাংলানিউজকে জানান, ১৯৯৯ সালে প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২০১৫ সালে এটি এমপিওভুক্ত হয়। ওই সময়ে ২০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও এখন শিক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। প্রতিবন্ধীরা যাতে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারে সেজন্যই বিদ্যালয়টি স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।