ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে আড়াই মণ জাটকা জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
মাদারীপুরে আড়াই মণ জাটকা জব্দ, জরিমানা ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় অভিযান চালিয়ে আড়াই মণ (১০০ কেজি) জাটকা জব্দসহ এর সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম ও জেলা মৎস্য কার্যালয়।

 

জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে পুরানবাজার এলাকা থেকে ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ। পরে জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও সরকারি শিশু সদনে বিতরণ করা হয়েছে।

অভিযানকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ ব্যাটেলিয়ান আনসার-২০ এর সদস্যরা উপস্থিত ছিলেন।  

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ বাংলানিউজকে জানান, জাটকা বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।