ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
গোদাগাড়ীতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তসলিম উদ্দীন ওরফে তাসু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

তাসুর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর চেকতলা এলাকার বাসিন্দা।

তিনি বাইসাইকেল আরোহী ছিলেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উত্তর বালিয়াঘাটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি জানান, মহাসড়কের বালিয়াঘাটা এলাকায় যাত্রীবাহী একটি বাস বাইসাইকেল আরোহী বৃদ্ধ তসলিম উদ্দীনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কমকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।