ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএলআরআইয়ের মহাপরিচালকের দুর্নীতি তদন্তের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
বিএলআরআইয়ের মহাপরিচালকের দুর্নীতি তদন্তের সুপারিশ ...

ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তদারকি জোরদার করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালকের দুর্নীতি তদন্তের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, মো. শহিদুল ইসলাম (বকুল), ছোট মনির, নাজমা আকতার, শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর বিভিন্ন প্রকল্পসহ প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড, গবেষণালব্ধ অর্জিত ফলাফল, বার্ষিক আয়-ব্যয় সংক্রান্ত বিষয়ে সার্বিক আলোচনা এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিশ্বব্যাংকের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) উন্নয়ন প্রকল্পের উপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন কর্তৃক রাঙামাটি জেলার কাপ্তাই লেকের উপর পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনে দুই মাস সময় দেওয়া হয়।

বৈঠকে সংসদীয় সাব কমিটি গঠন করে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর মহাপরিচালক কর্তৃক অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে একটি প্রতিবেদন পেশ করার বিষয়ে কমিটি সুপারিশ করে।

এছাড়া একাদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির (প্রথম বৈঠক হতে দ্বাদশ বৈঠক পর্যন্ত) প্রথম রিপোর্ট আসন্ন সংসদ অধিবেশনে উপস্থাপনের জন্য কমিটি সিদ্ধান্ত নেয়।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালায়ের সচিব রওনক মাহমুদ, বিভিন্ন সংস্থা প্রধান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।