ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুলাউড়া পৌর নির্বাচন: ৭ প্রার্থীকে ১৮ হাজার টাকা জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
কুলাউড়া পৌর নির্বাচন: ৭ প্রার্থীকে ১৮ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারির নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করায় অংশগ্রহণকারী ৭ প্রার্থীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এর নেতৃত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবালসহ কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে প্রচারণায় নির্দিষ্ট পরিমাপের চেয়ে বড় পোস্টার ব্যবহার, দেয়ালে পোস্টার ও স্টিকার লাগানো, বিলবোর্ড লাগানোর অপরাধে ৭ জন কাউন্সিলার প্রার্থী থেকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করে জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে ৩ দিনের অভিযানে ২৩ জন প্রার্থীর কাছ থেকে জরিমানা করে মোট ৯৫ হাজার টাকা টাকা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, ৮ জানুয়ারি, ২০২১
বিবিবি/এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।