ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীদের ফিরিয়ে নিতে অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীদের ফিরিয়ে নিতে অনুরোধ

ঢাকা: মালয়েশিয়া থেকে এসে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শুক্রবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশে আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানান। একইসঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও মানবিক সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার আটকে পড়া প্রবাসী ও শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।