ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীর উন্নয়নে ৮০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
নরসিংদীর উন্নয়নে ৮০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে: শিল্পমন্ত্রী

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন হুমায়ূন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের উন্নয়নের রোল মডেল নয় সারাবিশ্বের রোল মডেল।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের হাবিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানেই গণতন্ত্র, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। বর্তমান সরকার দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বদ্ধপরিকর। আওয়ামী লীগ আজ উন্নয়নের মহাসড়কে। বিএনপি ঘরে বসে শুধু আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে। তাদের চোখে আওয়ামী লীগের এসব উন্নয়ন ধরা পড়ে না। তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে বর্তমান সরকারের এসব উন্নয়নের খবর জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, জেলার অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ৮০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই বিশাল বরাদ্দ দিয়ে সমগ্র নরসিংদী জেলার উন্নয়নের দৃশ্যপট পরিবর্তন করা যাবে।

বেলাব উপজেলার নির্বাহী কর্মর্কতা (ইউএনও) শামীমা শরমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভুইয়া রিটন, ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এলজিআরডি বেলাব উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ।

পরে মন্ত্রী বেলাব উপজেলার মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।