ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তি পেয়েছেন ইয়েমেনে আটক ৫ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
মুক্তি পেয়েছেন ইয়েমেনে আটক ৫ বাংলাদেশি ...

ঢাকা: ইয়েমেনের কোস্টগার্ডের কাছে আটক ৫ বাংলাদেশি মুক্তি পেয়েছেন। ১০ জানুয়ারি তারা ঢাকা ফিরবেন।

 

শনিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়েতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

কুয়েত দূতাবাস জানায়, ওমানের জাহাজে কর্মরত এই ৫ বাংলাদেশি সৌদি আরবে যাওয়ার পথে গত ৯ ফেব্রুয়ারি লোহিত সাগরে প্রাকৃতিক দুর্যোগে পড়ে ইয়েমেনের কোস্টগার্ড বাহিনীর কাছে আটক হন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়, কুয়েত, জর্ডান ও ওমানের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তারা ৯ জানুয়ারি মুক্তি পান।

ইয়েমেনে আটক এই ৫ বাংলাদেশি আইওএমর সহায়তায় রোববার (১০ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।