ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে বাস, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে বাস,  নিহত ২ দুর্ঘটনাকবলিত বাসটি। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় শাকদহা ব্রিজের কাছে ওভারটেকের সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস মাছের ঘেরে পড়ে দু’জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে এক জনের নাম রামপদ মণ্ডল (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মণ্ডলের ছেলে। তবে নিহত অপর যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূঁইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস সকালে শাকদহ ব্রিজের কাছে অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বাংলানিউজকে বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।