ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
উখিয়ায় দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় কোটবাজারের একটি ডেকোরেশনের দোকান থেকে মোহাম্মদ ফোরকান প্রকাশ কালু (১৪) নামে এক কর্মচারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, আয়াছ নামে অপর  রোহিঙ্গা কর্মচারী কালুকে গলাকেটে হত্যা করেছে।

নিহত কালু রত্নপালং ইনিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমেদের ছেলে। সে দীর্ঘদিন ধরে স্থানীয় শাহ আলমের ডেকোরেটার্সের দোকানে কাজ করে আসছে।

দোকান মালিক শাহ আলম বলেন, আয়াছকে আমি ছিনি না। তাকে কালুই কাজ করার জন্য এনেছে। শনিবার রাত ১২ টার দিকে তাদের দোকানে রেখে গেছি আমি। সকালে এসে কালুর মরদেহ দেখতে পাই। আয়াছ পলাতক।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিট সিআইডির একটি দল ঘটনাস্থলে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুযারি ১০, ২০২১
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।