ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দোকান লুট করতে গাড়ি ছিনতাই!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
দোকান লুট করতে গাড়ি ছিনতাই! বক্তব্য রাখছেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার

ঢাকা: গাড়ি চুরি ও দোকান লুট চক্রের চার সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। চক্রটির মূল কাজ গাড়ি ছিনতাই।

এরপর ছিনতাই করা গাড়ি দিয়ে ঢাকার আশপাশের এলাকায় বাজার ও দোকান লুট করতো তারা।

আটকরা হলেন- মো. সিদ্দুকুর রহমান, মো. নুরু মিয়া, মো. হেমায়েত হোসেন ওরফে হিমু ও মো. আবুল বাশার।

শনিবার (৯ জানুয়ারি) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, একটি তালা কাটার কার্টার, একটি লাগেজ, ১৯টি কাটা তালা, ছয়টি অ্যান্ড্রয়েড ডেমো মোবাইল ফোন, ১৬টি এয়ারটেল সিম, দু’টি ডেবিট কার্ড ও চারটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, মিরপুর এলাকায় চুরির ঘটনায় গত ৬ জানুয়ারি মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গোয়েন্দা লালবাগ বিভাগ ওই মামলার ছায়া তদন্ত শুরু করে। সেই মামলার সূত্র ধরেই এ চক্রের চারজনকে আটক করা হয়।

তিনি বলেন, এ চক্রের মূল কাজ হল গাড়ি ছিনতাই। ছিনতাই করা গাড়ি দিয়ে তারা ঢাকার আশপাশে আশুলিয়া, গাজীপুর ও ঢাকার উত্তরায় বাজার ও দোকান লুট করতো।

হাফিজ আক্তার বলেন, চক্রটির আরও কিছু সদস্য আছে যাদের কাজ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে প্রাইভেটকার কিংবা মোটরসাইকেল ছিনতাই করা। সেই গাড়িগুলো তারা ছিনতাই ও চুরির কাজে ব্যবহার করতো। চুরি বা ছিনতাই শেষ হলে কোনো এক নির্জন স্থানে গাড়ি ফেলে রেখে চলে যেত এ চক্রটি।

তিনি বলেন, এ চক্রের সদস্যরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাই করে। রাতের বেলায় সড়কের পাশে বিভিন্ন দোকানে বিশেষ করে মোবাইল দোকানগুলোতে চুরি করতো চক্রটি। গাড়ি চুরি বা ছিনতাই রোধে সবাইকে গাড়িতে ট্র্যাকার ব্যবহার করার জন্য অনুরোধ জানান ডিবির এ গোয়েন্দা কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।