ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসে রহস্যজনক আগুন, চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
বাসে রহস্যজনক আগুন, চালকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসে অগ্নিদগ্ধ হয়ে ঘুমিয়ে থাকা বাসচালক আবুল হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে।  

সোমবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার দুর্জয় মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা বিসমিল্লাহ পরিবহনের বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত চালক আবুল হোসেন পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলার খালিশার টেকের এলাকার কিতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার দুর্জয় মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা বিসমিল্লাহ পরিবহনের বাসে আগুন লাগে। তখন বাস চালক আবুল হোসেন (৫৫) বাসে ঘুমিয়েছিলেন। আগুন লাগার খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নিভানোর পর বাসের ভিতর থেকে আগুনে পুড়ে যাওয়া চালক আবুল হোসেনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন। পরে তার মরদেহ পুলিশে হস্তান্তর করা হয়।  

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রকিবুল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।